যে দিকে তাকাই মায়ার সমুদ্র।
তাতে ঢেউ।
দিক চিহ্নহীন পথ
পাড়ি দিতে হবে
আমি এক তুচ্ছ মানব নৌকা।
সম্ভব কিভাবে?
জেলের নৌকা গুলি দেখ
পাড়ি দেয় উত্তাল সমুদ্র
তবু তো ডুবে যায় না!
নৌকার খোল থাকে নিচ্ছিদ্র
অথই জলে ভেসে যায়
তবু এক ফোটা জলও
ভিতরে ঢুকতে দেয় না।