অপেক্ষাতে থাকে মানুষ
ঘাটের রেলিং ধরে।
ও হে মাঝি খেয়া তোমার
এপার ওপার করে।

ছোট্ট তরী ডুবতে পারে
লাগতে পারে চরে।
উঠলে তুফান কাঁপে না বুক?
ডুবে যাওয়ার ডরে।

স্রোতের উজান যেতে
বৈঠা চালাও জোরে।
হাল ধরো শক্ত হাতে
ঘুর্নি আসলে পরে।

বেরিয়েছ নৌকা নিয়ে
আলো আঁধার ভোরে
খবর রাখো? কন্যা তোমার
হয়ত পুড়ছে জ্বরে।

রোদ আসে ঝড় আসে
বৃষ্টি তুমুল ঝরে।
আপন মানুষ দুশ্চিন্তায়
ছটফটিয়েই মরে।

ওহে মাঝি ঘুমাও কখন
কখন ফেরো ঘরে?
পার করাটাই তোমার কাজ
করছো জীবন ভরে।