কে যে তুমি কবিতাকে
এখান ওখান খুঁজছো।
কথা লিখে লেখাটাকে
নিজেই আবার মুছছো।
পেখম মেলে নাচে ময়ুর
উচ্চ করে পুচ্ছ।
গন্ধে মাতাল হাওয়ায় দোলে
হাস্নাহেনার গুচ্ছ।
যার ভাষা তার কাছেও
হতে পারে তুচ্ছ!
কবিতাতো তেমনই হয়
এই মনে হয় বোঝ নি
এই মনে হয় বুঝছো।