জোনাকি জোনাকি
আঁধারে আলোর বিন্দু জ্বেলে
উড়ো তুমি দলছুট একাকি।

চাঁদ নও,  নও কোন সূর্য- তারা
কত না তুচ্ছ তুমি!
মিট মিট আলো জ্বেলে
যাও তুমি হেলে দুলে
অবাক তাকায় অপলকে
মাঠ ঘাট নদী মরুভূমি।
গা ছম ছম পাহাড়
নীশিথের অন্ধকার ঠেলে
সাজাও আলোর ফুলে
তোমার পথের পটভূমি।

জ্বলে নিভে আলো দাও
মায়াবি দীপালি সাজাও
এই আছ এই নেই
পলকে হারিয়ে যাও
চোখে দাও ফাঁকি।
তোমায় ধরতে চেয়ে
প্রতিবার দু চোখে স্বপ্ন
কেন আমি আঁকি!

নোট: এই জোনাকি যেন একটি আরাধ্য কবিতা যার পেছনে একজন কবি ছুটে চলেন।