যখন বৃষ্টি নামে
তিমির রাত্রির তমসাঘন অন্ধকারে
শৈলচূড়ায় ভেঙ্গে পড়া মেঘের মত
চুপচাপ দাঁড়িয়ে বারে বারে
যে কান পেতে শোনে সেই রিমঝিম
ঝম ঝম আওয়াজ।
যে অনুভব করতে জানে
জলকনার ছন্দোময় সেই কুচকাওয়াজ।
যার চোখের তারায় জল ছবির মত
পাহাড়ি স্রোত বয়ে যায়
তাতে কাগজের নৌকা ভেসে যায়।
সেই হচ্ছে কবি।
অথচ আর সব গৃহস্ত মানুষেরা
এক প্লেট গরম গরম খিচুড়ি
আর ডিম ভাজি হলেই খুশি।
লেপ কাঁথায় মুড়ে
ঘুমায় কি সহজে
বৃষ্টি থেকে মুল্যবান তার কাছে
পৃথিবীর যাবতীয় সবই।