যে যাই বলুক
আমি সব সময় সত্যের পক্ষে।
ভালোর পক্ষে।
তুমি কি নিশ্চিত?
হ্যাঁ। এ নিয়ে দ্বিধার কিছু নেই।
আমি সত্যের পক্ষে। ভালোর পক্ষে।
এখানেই তোমার ভুল?
কেন ভুলটা কোথায়?
তোমাকে একশ টাকার বান্ডিল দিয়ে
যদি বলি, এতে একটা নকল টাকা আছে।
তুমি অনেক কষ্ট করে
সব আসল টাকা বাছাই করে
নকল নোট খুঁজে বের করবে।
মানে তুমি সত্য উৎঘাটন করে পাবে
একটা নকল টাকা!
এখন তুমি কি বলবে
তুমি নকল টাকার পক্ষে?
না না তা হবে কেন!
তার মানে দাঁড়াচ্ছে, সত্য আর ভাল
সব সময় একই হবে এমন নয়।
তোমাকে থাকতে হবে
সব সময় সত্য উৎঘাটনের পক্ষে।