আচ্ছা বলতে পারবে? ডিম আগে না মুরগী?
হুম। ডিম। না না মুরগী ছাড়া ডিম তো হতে পারে না।
তাহলে মুরগী। না না ডিম ছাড়া মুরগী কিভাবে আসবে!
হুম। আটকানোর মতই প্রশ্ন।এর উত্তর হচ্ছে একটা বৃত্তের পরিধী যার আসলে শুরুর কোন বিন্দু নেই। আর এই বৃত্তটাই আমাদের জ্ঞানের কুয়া। যার থেকে বেরুনোর মত লাফ দেয়ার ক্ষমতা আমাদের নেই।
অথবা তুমি বলতে পারবে এর উত্তর হয়ত ডিম অথবা মুরগী। দেখতে হবে
তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিসের উপর ভিত্তি করে?
লজিক। আরে না না এটাতো বিশ্বাস।
ঠিক ধরেছ। গোড়ায় গেলে দেখবে,
কোন লজিক কাজ করছে না, বিশ্বাস ই রাজত্ব করছে।
তাহলে যুক্তির কি হবে ?
ওটার কাজ আপাত সত্য প্রতিষ্ঠা।
আপাত সত্য?
ধরো তুমি সাগর তীরে বসে
দূরবীনে দেখছ দূরের জাহাযে ধোঁয়া ।
তোমার লজিক তোমাকে বলবে,
আগুন থেকে ধোঁয়া হয়।
ধোঁয়া মানেই আগুন।
তুমি সিদ্ধান্তে আসবে,
জাহাজটিতে আগুন ধরেছে।
এটা আপাত সত্য।
একটা ড্রোন ক্যামেরা পাঠালে দেখা যাবে,
ধোঁয়া আরো পিছনের
অন্য কোন জাহাজের
যা তোমার দৃষ্টির একই রেখায় ছিলো।
সেই দেখাও তো ভুল হতে পারে?
হতেই পারে।
আমাদের কারোরই
থ্রী সিক্সটি ডিগ্রী চোখ নেই।
আমরা আপাত সত্য দেখেই
সিদ্ধান্তে উপনিত হতে চাই।
সেই চোখ আছে কেবল বিধাতার।