জীবনের গল্পে পাবে মুদ্রার এক পিঠ
অন্য পাশ হয়ত যাবে না দেখা।
গল্পকারের গল্পে পাবে মুদ্রার দুই পিঠ
হবে অন্য চোখে সত্যটাকে শেখা।

জীবনের গল্পে আমি শুধু আমাকেই
হয়ত পুরোপুরি বুঝতে পারি।
ছাপার গল্পে লেখক চিনিয়ে দেন
কতটা বিচিত্র হতে পারে নর নারী।