বনের রাজা সিংহ।
রাজার ইচ্ছায় একটা পাঠশালা খোলা হলো।
শিয়াল পন্ডিৎ হলো প্রধান শিক্ষক।
অল্প দিনেই স্কুলের সুনাম
চারদিকে ছড়িয়ে পড়লো।
হাতি ঘোড়া বাঘ ভাল্লুক বানর জিরাফ
সবাই তার বাচ্চাদের সেই স্কুলে
ভর্তি করালো।
সাময়িক পরীক্ষায় প্রথম হলো কে?
বানরের বাচ্চা।
আর ফেল করলো কে?
হাতির বাচ্চা আর জিরাফের বাচ্চা।
বিষয় কি ছিলো?
" গাছ বেয়ে উপরে ওঠা।"
হাতি আর জিরাফের প্রচন্ড মন খারাপ হলো।
ওরা ওদের বাচ্চাদের কোচিং এ দিলো।
দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসলো।
কিন্তু ফলাফল একই।
প্রথম হলো বানরের বাচ্চা।
আর ফেল করলো হাতি আর জিরাফের বাচ্চা।
অন্যরাও বিশেষ সুবিধা করতে পারলো না।
মাছের বাচ্চার অবস্থা বেশি শোচনীয়।
কেঁদে কেটে অস্থির।
গাছ বাইবে কি? সে তো এই স্কুলে
এসে ঠিক মত নি:শ্বাসই নিতে পারে না!
মাছ তার কথা মানতে রাজি নয়। বললো, সমাজে আমার একটা মান সম্মান আছে,
ঐ অতটুকু পুকুর স্কুলে পড়বি
তা হবে না।
তোকে এই বন রাজার পাঠশালাতেই
পড়তে হবে।

এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
সব দেখছিলো এক শতবর্ষী বটগাছ।
চুপ থাকতে না পেরে বলেই ফেললো,

আরে!

হাতির অমন লম্বা সুড় থাকতে
ওর বাচ্চার গাছে উঠতে হবে কেন?

জিরাফের অত বড় গলা থাকতে
ওর বাচ্চার গাছ বাইতে হবে কেন?

মাছের বাচ্চা পুকুর পাস করে একদিন
যেতে হয় যাবে বিশাল সমুদ্রে, ওকে এই ছোট্ট গাছে উঠতে হবে কেন?

নোট: আমাদের প্রত্যেকের উচিৎ নিজের সন্তানদের মেধা মনন ও নিজস্বতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া, তবেই প্রত্যেকেই সেরা কিছু উপহার দিতে পারবে।