এক সুন্দরী ঘৃণা করতো নিজেকে
আর নিজের চারপাশের সব কিছুকে।
কেননা সে ছিলো অন্ধ।
একজন ছিল
যে তাকে ভালোবাসতো
সব সময় কাছে আসতো।
সুন্দরী বলতো,
যদি আমি দৃষ্টি ফিরে পেতাম
তবে তোমায় অনেক ভালবাসতাম।

একদিন কারো দান করা চোখ পেয়ে
সুন্দরী তার দৃষ্টি ফিরে পেলো।
অধির আগ্রহে অপেক্ষমান প্রেমিক
বললো
এবার নিশ্চয় আমাকে ভালবাসবে?
দৃষ্টি ফিরে পাওয়া চোখ মেলে
সুন্দরী দেখলো
সেই যুবকটি নিজেই অন্ধ।
একটু ভেবে নিয়ে
সে তার প্রস্তাব ফিরিয়ে দিলো।

যুবকটি তারপর
একটি  চিরকুট লিখে
চিরতরে হারিয়ে গেল।
সেই চিরকুটে লেখা ছিলো
" আমার চোখের যত্ন নিও।"

সারকথা: অন্ধ ভালবাসাই পারে অন্ধ চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে।