গল্প ঘরে ঢুকে দেখি
সবাই জম্পেস আড্ডায় মেতেছে।
কেউ গল্প বলছে
কেউ গল্প লিখছে
কেউ আবার থরে থরে
গল্প সাজিয়ে রাখছে।
আগ বাড়িয়ে দু একটা পড়লাম।
অদ্ভুত ব্যাপার!
গল্প গুলি আমাকে নিয়েই লেখা
অথচ আমি চিনতেই পারছি না।

হঠাৎ মনে পড়লো,
আমার নিজেরওতো একটা
নিজস্ব গল্প ছিলো
কাঁপা কাঁপা হাতে ভুল বানানে
লিখতে শুরু করেছিলাম।
এতো এতো গল্পের ভিড়ে
কোথায় যে হারিয়ে ফেললাম।

থাক। আর খুঁজে কাজ নেই।
গল্পের পাহাড়ের নীচে
অপ্রকাশ যোগ্য সেই গল্প
চাপা পড়েই থাকুক
ছাই চাপা আগুনের মত।