আকাশে ঐ চাঁদ উঠলে
ঘরে ঘরে উপচে পড়ে খুশি।
ঈদ এলে ভাই আমরা সবাই
আনন্দ মনের ভিতর পুষি।
ঈদ মানে কি নুতুন জামা?
মিষ্টান্ন, ফিন্নি, সেমাই পায়েস?
ঈদ মানে তো ত্যাগ করা
মনের যত মোহ মায়া খায়েস।
ঈদ শেখায় উদার হওয়া, ক্ষমা চাওয়া
ভুলে যাওয়া অতীতের গ্লানী।
রক্ত-মাংস চায় না আল্লাহ
চায় শুধু মনের পশুর কোরবানী।