যখন কারো ঘরের ছাউনি নেই
সিঁদুরে মেঘ দেখলেই
তার ভয়
এই বুঝি প্রলয় নৃত্যে
ঝড় শুরু হয়
সে তো জানে বর্ষা হতে পারে
কেমন সর্বনাশী!
যার ঘরের উপর চাল
দেয়াল দরজা সবই ঠিক আছে।
বর্ষা এলে তার মন
আনন্দেতে তা থৈ থৈ নাচে।
শ্রাবণ মেঘে আকাশ ছেয়ে গেলে
বর্ষা রূপের ছোঁয়ায় সে হয়
দারুন উদাসী!
বৃষ্টি শেষের রঙধনু রঙ
দেখলে হয় খুশি।
দুখীর দু:খ বোঝে কি
দু:খ বিলাসী!