দেয়াল ঘড়ির পেন্ডুলামটা
ক্রমাগত দোল খায়
এক বার বামে এক বার ডানে যায়।
গবেষক বলছে
ঘড়িটা বুঝি নষ্ট হয়েই গেল
ভিতরের কলকব্জা সব এলোমেলো।
ভাল করে তাকিয়ে দেখ
ডান বাম আসলে তার লক্ষ্য নয়।
ঘড়ির কাঁটা ঘুরছে টিক টিক
কাজ করছে একদম ঠিক ঠিক
দিচ্ছে মেপে মেপে সঠিক সময়।