পাহাড় হতে চাইলে আমি
কবির সখ হয় ঝর্না হবার।
আমার কাছে যেই টা দামী
তার কাছে নেই মূল্যটি তার।

কবিকে নিয়ে পারি না তাই
ভাবখানা সে সবই জানে।
লিখতে হুকুম যেমন যা চাই
বলে না তার কি বা মানে!

মনে দিলাম জায়গা তাকে
আমায় তবু মানে না সে।
খিল খিলিয়ে হাসতে থাকে
যখন আমার কান্না আসে।

বুদ্ধি অতি কথা যে কয়
পরে আবার বোকা সাজে।
সে কিন্তু আড়ালেই রয়
সামনে আমি মরি লাজে।

এমনিতে সে শান্ত ছেলে
অনড় অটল দুঃখ-শোকে।
কাঁদবে না তাও কষ্ট পেলে
জানবেও না কোন লোকে।

আপদটাকে বিদায় করে
ভাবছি নিজে শান্তি পাব।
পথেই পড়ে থাকুক মরে
আমি সুখের গানটি গাব।