যে কথা কোনদিন বলা হয় নি
যে ফুল ফুটতে চেয়েও ফোটেনি
নিয়ে এটুকু সান্তনা
সমুখে আছে ফোটার সম্ভাবনা।
সেই সুপ্ত স্বপন নিয়ে মনে
কাঁদো বুঝি একাকি নির্জনে?
জেনো রাত শেষ হলে
নুতন ভোর এসে
জানাবে আলোর সম্ভাসনা।
যা ছিলো তোমার চোখের তারায়
যা ছিলো কোন দূর দূরাশায়
মনে করে নিও
সে ছিল এক ঝরা ফুলের মত
অপ্রকাশিত বিফল বাসনা।