ব্যর্থ প্রদিপ আমি বৃথাই জ্বালি
এই যে আঁধার নিকষ কালো
একটুও তো সে দেয় না আলো
ছড়ায় চারিধার কেবল কালি।।

বিরান বাগান আমি ব্যর্থ মালি
মাটির গভীরে না ফোটা কলি
ফুটতে না পেরে পড়ছে ঢলি
অযথা জল আমি যাচ্ছি ঢালি।।

কথার ময়না ভেবে যা কে পালি
পরিয়েছি তাকে ছন্দের গয়না
ভাষার পিঞ্জরে সে বন্দী হয় না
কিছু শব্দের খাঁচা গড়লাম খালি।।