বামনের চোখের ভাষা বুঝিয়াও
বৃদ্ধ না দেখার ভান করিয়া কহিলো
এই পথে নামিলে কিন্তু
কর্দমাক্ত পথে তোমার পা ডুবিবে।
বিছানো কাঁটায় গা রক্তাত্ব হইবে।
পানশালা থাকিবে
কিন্তু তৃষ্ণার জল পাইবে না।
তবু হৃদয়ের গহীন রঙিন কালিতে
কবিতার ফুল ফুটাইতে হইবে।
পৃথিবীর জাগতিক কোলাহল
ছাড়াইয়া সপ্ত সুরের বাঁশিতে
ছন্দের সুরের লহরী জাগাইতে হইবে।
মননের নন্দন কানন ছাড়িয়া
যাহার সৌরভ মানবতার আঙিনায়
আপনি ছড়াইয়া পড়িবে।

বৃদ্ধের এই সব তাত্ত্বিক কথা শুনিয়া
বামন হাসি হাসি মুখে কহিলো
এই সব তত্ত্ব কথা
আমার মাথায় ঢোকে না।
আমাকে সাহিত্যে যাইবার
সর্টকাট পথটা বলিয়া দিন
আমার আর তর সহিতেছে না।