আপনি কি খুব সহযে রেগে যান?
আমি কিছুতে রাগ করি না।
সত্যি আপনার রাগ হয় না?
না। একদম না।
আমি খুব ঠান্ডা মাথার মানুষ।
যদি বলে আপনি একটা ফাঁকা ফানুস।
তবুও না?
লোকে যা বলে বলুক
পরচর্চায় ওদের সুখ
আমি তবু কিছুইতেই রাগ করি না।
বললেই হয়? কারো ধার ধারি না
অন্যের মতামত আমরা ফেলতে পারি না
আপনার রাগ করা উচিৎ।
রাগলে দেখতে লাগে কুৎসিত
তাই ভাই আমি রাগ করি না।
আমি যদি আপনাকে রাগাতে চাই?
বলেছিতো আমার কোন রাগ নাই।
এই দেখুন আমার কেমন হাসি মুখ।
ওর আড়ালেই আপনার রগচটা মুখ
সে আমি ভালো করে জানি।
তুমি কিন্তু আমার করছো মানহানী।
পারলে আমাকে রাগিয়ে দেখাও।
রাগাবো? এবারে কিন্তু সত্যি
আপনি রেগে যাবেন।
আমাকে বিরক্ত করছো ক্যানো?
রাগালে রাগাও, না রাগালে যাও।
আমি আসলে ভয় পাচ্ছি
রেগে যদি তেড়ে আসেন।
আরে ভাই, এক কথা কয়বার বলবো।
আমাকে রাগাও, যত ভাবে করো ট্রাই।
থাক। আপনি বেশি রেগে যাবেন।
তার চেয়ে আমি বরং যাই।
আচ্ছা মুশকিল! রাগবো না বলেছি।
আমি বাজি ধরতেও রাজি।
আপনি কিন্তু মাথা গরম করে ফেলছেন!
শান্ত হোন।
এই ব্যাটা শোন।
আমি মাথা গরম করলাম কোথায়?
এই যে! আপনার স্বর চড়ে গেছে
বলছেন যাচ্ছে তাই।
মিথ্যা বলার আর জায়গা পাস না? তাই না?
বলেছি, আমার রাগ হয় না।
রাগতো করেই ফেলেছেন
আপনিতো আরো উত্তেজিত হয়ে উঠেছেন?
উত্তেজিত হয়েছি মানে?
শান্ত হয়ে বলছি, পারলে আমাকে
রাগিয়ে দেখা। পারবি না।
হা হা হা।
আপনি এখন পুরোই রেগে গেছেন।
রেগেছি কোথায়? হারামজাদা?
আমাকে কি পেয়েছিস গাধা?
মনে হচ্ছে যুক্তি তর্ক ছেড়ে
এবার আসবেন তেড়ে।
আপনি রাগ করা ছেড়ে দিন।
তবে রে!
আজ তোর একদিন কি আমার একদিন।
দ্রষ্টব্য: সর্বাবস্থায় রাগ নিয়ন্ত্রন জরুরী। মনে রাখা চাই, রাগানোর প্ররোচনা বাহিরের কিন্তু উদ্দীপনা আপনার ভিতরের। রেগে গেলেনতো হেরে গেলেন। কথাটা খুব সত্যি।