কবি ছবি আঁকে নির্জনে
একান্ত নিবিষ্ট মনে।
আঁকে ফুল পাখি,
আঁকে পাল তোলা নৌকা,
নীল জলের আঁকা-বাঁকা নদী,
সবুজ গাছের সারি
আঁকে তুলার মত মেঘ।
আঁকে সে সারাদিন
সাদা ক্যানভাস
করে তোলে রঙিন।
আঁকা শেষ হলে কবি
আপন দেয়ালে
সযত্নে টাঙায় ছবি।
তারপর
প্রত্যুষে ঘুম ভাঙ্গলে দেখে
ছিহ্ন ভিন্ন ক্যানভাস
তছ নছ করা রঙের কৌটা।
পাশ দিয়ে হেলেদুলে হেঁটে যায়
কয়েকটা কালো বেড়াল।
দীর্ঘশ্বাস ঝেড়ে অপ্রস্তুত কবি
আবার আরম্ভ করে
ছবি আঁকা।