তোমাকে যখন জানতাম না
ছিলাম অজানা অচেনা আর দূরে
একা,ভীষন একা তবে
এতটুকু নয়।
সমূদ্রের পাশে তৃষ্ণার্ত আমি
যখন মরুভূমিতে ছিলাম
পিপাসা ছিলোনা আমার।
যে ছবির সাথে কথা বলতাম অনর্গল
তা তোমার,
আয়না ছিলোনা আমার ঘরে।
বহুরাত বন্ধ ছিলো দুচোখ,শুয়ে থাকিনি
ঘুম আসেনি কখনো।
চলে গেলে তুমি এমন ভাবে
যেনো আসোনি কখনো এই পৃথিবীতে
আমি এতটা একা ছিলাম না
তোমাকে জানার আগে।