কেউ করে লুটপাট কেউ দেয় সায়
কেউ গড়ে সম্পদ কেউবা হারায়,
জান বাজি রেখে কেউ দেশটা সাজায়
নকল দেশপ্রেমিক চেনা বড় দায়।
পিতা হতে প্রাপ্ত সাহসটা বেজায়
পদ্মায় সেতু গড়ে দেশের টাকায়,
দারিদ্র্য দূর করে বিশ্বকে দেখায়
আলোকিত বাংলা তাঁর হাতে মানায়।
বিশ্ব রাজনীতির মোড়লেরা আজ
শোষিতের পক্ষে তোলেনা আওয়াজ,
সবুজ শ্যামলে ঘেরা ছুট্টো এ ভুমি
মানবতার পথে রয় সদা অগ্রগামী।
লাখে লাখে মানুষের হাহাকার শুনে
আবাসন গড়ে দেয় মানবিক ভেবে,
মাদার অব হিউম্যানিটি' পদবীটা তাঁর
বাংলার নেত্রী নিলো বিশ্বের ভার।
কেউ করে দূর্নীতি কেউ দেয় সায়
সব পাঁজি খাবে ধরা তাঁর ইশারায়,
পিতার রক্তে গড়া সোনার এ দেশ
শক্ত হাতের ছোঁয়ায়-
ফিরছে বাংলাদেশ,
আমার সোনার দেশ।
*********************************
জেহিন সিদ্দিকী
দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামীলীগ
বড়লেখা উপজেলা শাখা।
২১/৭/২১