কতো কথা থাকে অব্যক্ত,না বলা
রাজনীতির বৃত্তান্ত হয়না বলা,
বন্ধুত্বের ষোলকলা থাকে অপূর্ণ,
বাস্তবতার আগ্রাসন,
জীবিকার অন্বেষনে ভেঙে চুরমার-
সংযোগের ভারসাম্য।
নদী তীরে বসা মাঝী,অপেক্ষমান-
সীমিত গন্তব্য তার ওপার আর এপার,
পার করে পল্লীবধূ,বধুর স্বপ্ন অপার,
খেয়ানির ছোট্ট আশা শুধু অন্নদায়।
সত্য আর অসত্যের যেমন-
হয়না মিলন,
তেমনি দুজন সদা কাছাকাছি,
বিপ্লবী এবং বন্ধু বিশেষন।
সুহৃদকে ফেরাতে চায়না সকুমার,
পাছে ভুল বুঝে,ভাবে স্বার্থপর।
চিরকাল পাশাপাশি,
সুবিন্যস্ত আর ক্রমশূন্য চলাচল,
এমনই কাটে সময়,কাটে যোজন-
প্রেম ভালবাসায়,
সুখে দুঃখে অটুট বন্ধন।
---------------------
(উৎসর্গঃআমার প্রিয় সুহৃদকে)
---------------------
জেহিন সিদ্দিকী
৫/৭/২১