দু চোখের কান্না কিংবা হাসি-
বহমান জীবন,
যেনো সুনিপুণ খেলোয়াড়ের হাতের-খেলনা।
যে যা চায় তাই যেনো পায়
এমন হবে কবে?
সকল জীবনের সমঝোতার ফসল
নতুন প্রানের সঞ্চার।
বেঁচে থাকার জন্য যে আস্ফালন
সে চেষ্টা হওয়া উচিত সততার?
নাকি নিশ্ছিদ্র অসৎ!
যা হবার তা ই তো হবে
দুচোখের কান্না বা হাসি
একযোগে একাকার।
এক চোখ কাঁদে হয় কি এমন?
অথবা একপেশে হাসি?
চলমান খেলনা এইতো জীবন।
রাতের চাদর ঢাকে দিনের আলো
সোনালী সকাল ফিরায়ে দেয় তারে।
হারানো সুর্য্য?নাকি তার দেবতা?
অন্ধকার রজনী তবে,
প্রভাকরে বাসে ভালো?
বহতা নদীর মতো চলমান জীবন,
সুনিপুণ খেলোয়াড়ের হাতে-
খেলনা সম।
নিঃশ্বাসের যাওয়া আসা
পাওয়া আর হারানো মম।
_______________
জেহিন সিদ্দিকী
২৫/৬/২১