ধন্যবাদ দাও তারে
যেজন হাসে অথচ সে ক্ষুধার্ত।
ধন্যবাদ দাও তারে
যেজন করে করমর্দন,
অন্তরে লোকায় ক্রন্দন রোল।
ধন্যবাদ দাও তারে,সে মহান-
নাই যার উচ্চাভিলাস,
অথচ রাজার সে প্রিয়ভাজন।
ধন্যবাদ দাও তারে
যেজন দেয় বিলিয়ে স্বর্বস্ব,
থাকে নিরন্ন,
করে দূর ক্ষুধার্তের হাহাকার।
ধন্যবাদ দাও তারে
যেজন জ্বালায় বাতি পরের ঘরে,
নিজ গৃহ অন্ধকারে রয় পড়ে।
ধন্যবাদ দাও তাঁরে
যেজন করে বিতরন শিষ্যের তরে
যা আছে জ্ঞান তার উজাড় করে।
ধন্যবাদ দাও তারে
যেজন হাতে হাত ধরে
দেখায় পথ অন্ধরে।
ধন্যবাদ দাও তারে
যেজন করে রক্তদান,
জীবের প্রয়োজনে যে হয় আগুয়ান।
ধন্যবাদ দাও তারে
যেজন হাটে নগ্ন পায়ে,
আপন পায়ের সজ্জা-
দেয় বিলি করে।
ধন্যবাদ দাও তারে
পিতামাতার সেবা করে যেজন,
আপন সুখের নাই আয়োজন।
ধন্যবাদ দাও তারে
যেজন মিটায় বিবাদ,
গড়ে সাম্যের সমাজ,
নিপীড়িতের হাতে হাত রেখে-
করে প্রতিবাদ।
তাঁরা সুজন,শ্রদ্ধেয়,তাঁরা মহান
দাও ধন্যবাদ তাঁদের,করো সম্মান।
--------------------
জেহিন সিদ্দিকী
২৮/৬/২১