শিশির ভেজা ঘাসের মতো
সবুজ মনোরম,
মনটা তাহার সতেজ তেমন
স্নিগ্ধ অনুপম।
দূর পাহাড়ে আমায় খুঁজে সবার অলক্ষ্যে
তাহার মাঝে আমি রই আমার মাঝে সে।
নীল সাগরের নোনা জলে
আকাশ যখন ডুবে-
ভালবাসার সোনার ঢেঊ
উথাল পাতাল খেলে।
আমার গ্রামের মেঠো পথে
তাহার চরণধূলি,
নিত্যদিনে মাড়াই সে পথ
কেমনে তারে ভুলি।
----------------------
জেহিন সিদ্দিকী
২৬/৭/২১