কোথায় আছো তুমি? জানিনা-
তবে উপলব্ধি করি বিপ্লব স্পন্দিত বুকে
বুলেট নিয়ে লুকিয়ে আছো কোথাও কাছাকাছি।
তুমি ভেবেছো আমি তোমায় জানিনে
চাঁদে ফুল ফুটলে যেমন বাড়েনা চাঁদের সৌন্দর্য
অনুভব করি সে চাঁদটা তুমিই।
আমার আওয়াজ আমার চেহারার পর্দা,
যেখানে চুপ থাকি সেখান থেকে আমাকে
জেনে নিও,
জেনে নিও চাঁদের কাছ থেকে
জেনে নিও ফুল থেকে,
আমাকে খুঁজতে গিয়ে তুমি তোমাকেই পাবে তোমাদের ভীড়ে।
খুঁজে পাই যেমন করে তোমাকে
আমার মাঝে,
অনুভব করি তোমাকে
আমার সকল লালিত স্বপনে।
১৩/০৮/২২