তুমি কি সন্তুষ্ট তাতে,
যে জীবন তুমি করছো যাপন?
মানূষ এবং জনতা
কেমন করে লড়ে যাবে দেখো।
যখন প্রভূর আলো দেখতে পাবে
আমাকে বলতে দিও,
বলতে দিও যদি তুমি
অসঠিক না হও।
যখন আমরা সৃস্ঠির পথে চলি
আমরা সমতা গড়বো।
আমাদের প্রজন্ম কঠিন পথে চলা
তাই বলি মুছে ফেলে
চোখের জল,
জাগো আর জাগাও তাদের,
মুছে ফেলতে হবে-
সীমালংঘনকারীদের পথ।
আমরা জানি আামাদের গন্তব্য,
মনে আছে এতটুকু আসার-
দূর্দশাগ্রস্থ রাস্তাটিও।
তুমি তাঁকাও এবং দেখো-
ভালো করে,
তুমি কি সন্তুষ্ট?
তুমি কি শান্তিতে আছো?
অনুভুত চাঁপটা জয় করতে হবেই,
প্রস্থান করাতেই হবে সময়টাকে।
তুমি একবার পিছনে ফিরে দেখো
আমাদের নেই নষ্ট সময়,
আছে শুধুই বিপ্লবী সোনালী অতীত।
-----------------------------
জেহিন সিদ্দিকী
কাউন্সিলর, বড়লেখা পৌরসভা। ২৮/০৩/২১