চলতি পথে এক যোগীর সাথে দেখা
ধ্যানমগ্ন অবতার।
আমাকে দেখে বিচলিত হলেন
কেমন আছি জানতে চাইলেন।
বললেন বছরটা ভালো কাটবে
অন্ধকার রজনীর কমবে স্থায়িত্ব
তাঁরার আলোয় আলোকিত হবে রাত।
অনাহারে কাঁদবেনা কোন শিশু
সুখের নিদ্রায় মগ্ন হবে সবাই
জমিন ফলাবে ভালোবাসার ফসল।
আমার বিশ্বাস কোন রাহাজানি হবেনা
অন্যায় থাকবে দূরে,
অবিচারে কাটাবেনা কেউ কষ্টের দিন,
কাটবে শান্তির সন।
অশ্রু আর ধোঁয়ার আঁধারে
কাটবেনা সময় অতীতের ন্যায়
থাকবেনা কেউ ঘরহীন।
বূর্জোয়া,সাম্প্রদায়িক অপশক্তি
আর দূর্নীতিবাজরা পাবে চরমপত্র।
নতুন স্বাদে হবে নবান্ন
আসছে নতুন দিন,করো অপেক্ষা তার
জানাও স্বাগতম।
যোগীর সাথে যোগ দিলেন মনিষী
বানীর একই সারাংশ,
অবধারিত সত্য' অদৃশ্য
জানেনা কেউ
মহামানব,সুফীরা সাধনায় পান সুসংবাদ
গুনতে পারেন ঢেউ।
আক্রান্ত বিশ্ব,আক্রান্ত মাতৃভূমি
প্রফুল্ল হৃদয় আর মনকে সুখী রাখতে
আশায় বুক বাঁধলাম ঈশ্বরের কৃপায়,
স্রষ্টার ভালবাসায়।
------------------------
জেহিন সিদ্দিকী
২৮/৭/২১