(১)
যতদূর যাওয়া যায় যাবো,
যতগান গাওয়া যায় গাবো।
যতবার বলা যায় বলবো
যতদিন ডাকা যায় ডাকবো।

আমি তোমাকে প্রভুর পথে ডাকবো
আমি তোমাকে প্রভুর কথা বলবো।

(২)
প্রতিক্ষার প্রহর শেষে আসবে জানি সোনালী সকাল,
অবসান হবে অবশেষে নিশ্চিত ভবে ব্যাথার বিকাল।

(৩)
পৃথিবীতে যত আছে সত্য তার উর্ধে চিরসত্য মহাসত্য আল কোরআন,
কোরআনিক নির্দেশ বাস্তবায়নে মুমিন তুমি জীবন কর কোরবান।

(৪)
আমি যুদ্ধ করি শাহাদাতের কামনায়,
আমি সংগ্রাম করি বিজয়ের প্রেরণায়।

(৫)
যুবক তুমি জাগলে এবার মানবতা হাসবে,
তোমার জীবন বিনিময়ে জাহিলিয়াত ভাগবে।