আরাকান হবে আরেক বদর,
খুনীদের হবে লাশের বহর।
মানবতার হবে বিজয় আবার,

আরাকান মুক্ত হয়ে শান্ত হবে,
মুমিনের কদম ভীড়ে মুক্ত হবে।
লড়াকুরা হঠাবেই জালিম-রাজাকার।।

আরাকান অস্র হাতে করবে লড়াই,
পশূদের করবে খতম ভাঙ্গবে বড়াই।
সুখ নিয়ে সীমানায় গড়বে সুখের সমাজ,

আরাকান লড়ুক এবার অবিরত,
রক্ত আর লাশ হোকনা যতই সমাহিত।
যাকনা যেথায় যমিন হলো জায়নামাজ।।


২২-০৯-১৭
শুক্রবার, অফিস।