যদি ঘামের সাগর পারি দেয়ার প্রয়োজন আসে কভু
যদি রক্ত সাগরে ঢেউ খেলানোর দরকার হয় কভু
যদি মিছিল শেষে জিঞ্জির গলায় পরানো হয় কভু
যদি কারাগারে শেষে জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু।
যদি জালিমেরা চায় আমার চামড়ায় বানাবে তাদের তাবু
যদি জালিমেরা এসে করতে চায় আমার বিবেক কাবু
যদি জালিমেরা চায় দেশকে আমার বানাবে তাদের নাভু
যদি জালেমরা চায় আমার বাড়ীতে বড় হবে তাদের বাবু।
যদি মুসলিম হয়ে ভয় পেয়ে হায় আঁকড়ে ধরে মাটি
যদি আলেম হয়ে বলে বেড়ায় সে নয় আমি খাটি
যদি মুসলিম যুবক মাতাল হয়ে খেতে চায় শূধু মাটি
যদি অবুঝ কিছু ছোকরা আলেম বানায় জঙ্গী ঘাটি
তবে শক্ত জুড়ে তাপ্পড় মেরে উড়িয়ে দিবো পাটী।