ভোট মানে আমানত
যদি হয় তার খেয়ানত
গোনাহ লেখা হবে জীবন পাতায়,

ভোট মানে সাক্ষী
যদি পায় ভক্ষি
ভুলে ভরে যাবে সমাজ-শিরায়।

ভোট মানে নেতা বানানো
যদি হয় সে অসৎ কোনো
তবে কাধে আসবে তার পাপাচার,

ভোট মানে উকিল নির্ধারণ
যদি হয় তা অপাত্রে অর্পণ
তবে আমিও হবো তার ভাগিদার।


কাষ্টঘর, বন্দর বাজার, সিলেট।