মন ভাঙ্গা বুকে অবিরাম আঘাত
ব্যথার বাগানে কষ্টের পুলসিরাতের সাজে নদী;
আনমনে নীরবে মেনে নাও আয়াত
নিশ্চিত তবে নয় শুধু এই ভবে মাফ হবে তোমার বদি।

ব্যথার বাজারে যদি দুঃখেরা দোকান সাজায়
দুঃখের দোকানে আসে চিনচিনে কষ্ট বুকে
তবে পড়ে যাও জায়নামাজে অবিরাম সেজদায়
প্রভূ তোমার ভরে দেবেন একূল ওকূল সব সুখে।

সুখ- দুঃখ যত আসে অবিরত যেমন রাত-দিন
আবর্তনের এই ঘুর্ণির মাঝে জীবনের দোলাচালে
কুরআন পাঠে দাও মনোযোগ দূর করে চেহারা মলিন
জীবনের সব সময়ের নিরাপত্তার কথা কুরআন বলে।


রচনাকাল
৬সফর ১৪৪৪ হিজরি
এম জে পয়েন্ট, থানাবাজার