মুসলিম তুমি জেগে উঠো শক্ত হাতে
হাল ধরে,
দুনিয়ায় তুমিই সেরা আর কেহ নয় তোমার পরে।

ধন-সম্পদ-জীবন তোমার হোক কুরবান প্রভুর তরে,
তুমি হলে বীর বাহাদুর ভয় কি তোমার প্রাণের তরে।

ডাকলে তুমি আসবে জানি লক্ষ কোটি তরুণ-যুবা,
তুমি তো সাহসী বীর লড়বে এবার নিশি-দিবা।

তোমারি আওয়াজে আজ কাঁপবে জানি বার্মীদের প্রাণ,
তুমি তো খোদার গোলাম তারি পথে হও কুরবান।

১৪.০৯.১৭
বৃহঃবার,