তুমি ডাক্তার অধ্যাপক বা কবি হও যদি
ফায়দা হবেনা বেশ হয়তো হবে বদি
জীবন তোমার কষ্টে কষ্টে যায়বা যদিও
বিপ্লবী হইয়ো তুমি তবুও।  

তুমি আলেম মুফতি কিংবা হও যদি লেখক
মনে হয়তো লালন কর মানুষ আমাকে দেখুক।
অভাব অনাহারে দিন তোমার যায়বা যদিও
বিপ্লবী হইয়ো তুমি তবুও।  

মানুষের মুক্তি চাও তুমি যদি
পাড়ি দিও তবে রক্ত নদী
মানবতার সুখের লাগি মরণ টেনে নিও
বিপ্লবী হইয়ো তুমি তবুও।  


কমিটমেন্ট,দলাইপাড়,
যাত্রাবাড়ি,ঢাকা।