তুমি বড় হও আকাশের চেয়েও বড় অনেক,
তোমার আয়ু হোক শত কোটি হাজার খানেক।
তুমি হও সফল হবে না বিফল কোনোদিন,
জয়গান সবে গাইবে তোমার জানি চিরদিন।
তোমার শোকে কাঁদুক পৃথিবী কাঁদবে সকলে,
তোমার সাথে বিদ্বেষকারী যাবে বিফলে।



রচনাকাল→
০৭ মার্চ'২০১৭