তোমার দিকে তাকিয়ে সন্ধা দুপুর সকাল,
বিলিন করে অতৃপ্ত মনে হয়ে যায় বিকাল।
চাহনি ফেরানো যায় না,
হ্রদয় বাধা মানে না।
চেয়ে তাকি অপলক তোমার দিকে,
চেয়ে চেয়ে হয়ে যাক জীবন ফিকে।
আমি তোমার মাঝে হারিয়ে যাই,
আমি তোমাতেই সুখ খুঁজে পাই।
প্রভু!
তোমায় যেনো না হারাই কভু।