অন্নহীন বস্রহারা
ক্ষুধার্ত আদমপাড়া
নিপীড়িত কোটি জনগণ,
নেই কোনো আশা
নেই ভালোবাসা
অপেক্ষায়; আসুক মরণ।

অভাবের তোড়ে
অবৈধতা যায় বেড়ে
জনগণ বলির পাটা,
শিক্ষক জানে না
ছাত্র ও বুঝে না
মুক্তির পথে হাটা।

অমানিশা শধু
মরুভূমি ধু ধু
সীমাহীন নির্দয়তা,
তোমার আগমনে
আসবে উর্ধ্ব গগনে
মুক্ত হবে মানবতা।


১৮-০৯-১৭
সোমবার