যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে
তখন তুমি দেখবে;
দীনের ভিতর মানুষ দলে দলে প্রবেশ করবে।
তোমার জন্য তখন উচিত হবে
তাঁর প্রশংসা ও গূণকীর্তন করা
এবং ক্ষমা প্রার্থনা করা।
তাঁরও নীতি হলো তাওবা কবুল করা।


রচনাকাল →
১৯.৩.১৯ মঙ্গলবার
সেন্টমার্টিন,টেকনাফ।