পৃথিবীর মাঝে আগমন হলো
ঈদের নতুন চাঁদ
দেখো দেখো চেয়ে পৃথিবীতে আজ
কত খুশির স্বাদ।
সিরিয়া ইয়ামেন ফিলিস্তিনে
এই যে খুশির ধারা
বহুদিন পরে বহু জনপদে
ঈদ এলো আনন্দে ভরা।
বুলেট আঘাতে ঝাঁঝরা হয়নি
কোনো কাশ্মীরির বুক
তাইতো আমি অনেক খুশি
উচ্ছাস ভরা মুখ।
করোনাঘাতে নীরব পৃথিবী
ব্যর্থ জালিমের জিদ
এই ধরা মাঝে খুশিভরা চাঁদে
তবুও এসেছে ঈদ।