তালগাছ দাঁড়িয়ে
সবকিছু ছাড়িয়ে
আকাশ ছোঁতে চায়,
দ্রুত যায় বেড়ে
আকাশকে তেড়ে
আকাশ দূরে চলে যায়।
তবুও সে নাচোড়
আকাশ বহুদূর
চেষ্টা চালায় তালগাছ,
নেই অপমান
নাই অভিমান
ঠায় দাঁড়িয়ে তালগাছ।
তালগাছের মতো
ঠায় দাঁড়িয়ে থাকো
ঝড়-তুফান সেতো আসবেই,
সাহস নিয়ে
বুদ্ধিবল দিয়ে
অবিরত সংগ্রাম করবেই।
রচনাকাল →
জামেয়া দ্বীনিয়া
১১.১২.২০১৩ বুধবার