রক্তের নহরে
লাশের শহরে
আজ আমার আগমন,
কান্নার আওয়াজে
হ্রদয় গহীন মাঝে
শত যন্ত্রণার বিচরণ।
অকুল পাথারে
ফেনিল কবরে
শত শত লাশের সারি,
আগুনে দগ্ধ
জালিম মুগ্ধ
অগ্নিবর্ণ শত বাড়ী।
এরি মাঝে হায়
আমার ঈদগায়
বসেছে শপথের মেলা,
রক্তের সিঁড়ি বেয়ে
জীবন বিনিময়ে
আনবো মুক্তির বেলা।
২১-০৯-১৭
বৃহঃবার,