নদীর প্রেমে পড়ার গল্প মানুষের জন্মলগ্ন থেকেই,
নদী ও মানুষ; একে অপরের গভীর সম্পর্ক থেকেই প্রেমময়।

আবার এই নদীর সাথে মিতালিতে গড়মিল হলে
নদীর যে রুদ্ররুপ দৃষ্টিগোচর হয়; তা অবিশ্বাস্য।

নদী মানুষের ঘর ভাঙ্গে, মন ভাঙ্গে
এমনকি হেলান দেয়ার জায়গাও লীন করে নিয়ে যায়।

নদীর সাথে মানুষের সম্পর্ক বহুমাত্রিক ।
এ সম্পর্কে কখনো জোয়ার আসে
আবার ভাটাও নামে।

যাদুকাটা নদী দেখে আমার মনে হয়েছে  শান্ত ঢেউয়ের জল;
সুবোধ শিশুর মতো, যে মায়ের কোলে দুধ পান করে শান্তভাবে ঘুমিয়ে আছে...

যাদুকাটা নদীর মায়া আমাকে আচ্ছন্ন করেছে, মোহিত করেছে চরমভাবে।

আমি আকুল হয়ে যাদুকাটা নদীর দিকে চেয়ে থাকি অপলক নয়নে, আত্মভোলা হয়ে।

শিমুল বাগানের পার ধরে
বারবার ফিরে আসি যাদুকাটা নদীর তীরে...

রচনাকাল.....
২৫ জুন'২২
তাহিরপুর, সুনামগঞ্জ