কষ্টগূলো বাড়ুক শূধু দুঃখগূলো মেলুক ডানা,
যার যত ইচ্ছা যাহা;কারো বেলায় নেইকো মানা।
আমার ব্যথা আমার মাঝে হোক না দাফন তাতে কি?
আমার ব্যথা বুঝবো আমি অন্য কেহ বুঝবে কি?
আমার মুখে খুশির আভা নিত্যদিন থাকবে জানি,
পাহাড়সম দুঃখগূলো সাগর ঢেউয়ে ডুববে জানি।