খোদার আরশ শান্ত করার আশা জাগে যদি মনে
নত হও সবে সেজদা করো এসো এসো রমযানে।
বিপদ-দিনে রোযা পালন এই নিয়মের ধারা
এমন লাখো স্মৃতি-গল্প মুসলিম ইতিহাস ভরা।
মুমিন শিশুর হৃদয়ে দেখো মেলছে সুখের পেখম
করোনার এই কঠিন ভেলায়ও রমযান স্বাগতম।
সিয়াম সালাত সাহরি ইফতার তারাবির নামাজ
ঘরেই এবার হবে সবই; গড়বো সুখের সমাজ।
কুরআনের রাজ গরহাজিরির কারণেই করোনা
বলো, ইসলাম ছাড়া মানবতার মুক্তি মিলবে না।
অনিয়ম অনাচার স্বেচ্ছাচারীর যত যত নমুনা
দেখে দেখে দিন চলেছি আমরা কিচ্ছু বলিনা।
খোদার আরশ কেঁপে কেঁপে উঠে জুলুম সহেনা
এই আমাদের দুয়ারে আজি আপতিত করোনা।
তিল তিল করে নিবে প্রতিশোধ বিধান লঙ্ঘনের
নাস্তানাবুদ হতে হবে সব নাফরমান জালিমের।
খোদার আরশ শান্ত করার আশা জাগে যদি মনে
নত হও সবে সেজদা করো এসো এসো রমযানে।
সময়ের এমন বেহাল বেলায় রোযার আগমন,
মুমিন হৃদয়ে খুশিরধারা রমযান স্বাগতম,
প্রভুর প্রেমে বেচাইন হয়ে রাত্রি জাগরণ।
করোনার এই কঠিন ভেলায়ও রমযান স্বাগতম।