গাধা!
রক্তের রং হয়নিকো সাদা
আজো টকটকে লাল,
প্রতিশোধ মোরা নিবো একদিন
মিটাবো মনের ঝাল।
সময়ের বাস্তবতায় আমরা নিরব
হয়তোবা চুপ আছি,
আমামা নয় শির দিয়েই আমরা
প্রতিনিয়ত বাঁচি।
বাটপার ও খুনে হুশিয়ার হও
বিপদ সামনে আছে,
মুমিন একাই করবে লড়াই
রাখবে না মুনাফিক কাছে।