আম্মার ইবনে ইয়াসিরের রক্তস্রোত
ঢেউ তুলেছিল বদরে,
আম্মার জননীর ফিনকী দেয়া রক্ত
আবু জাহালের শিরায় হেনেছিল আঘাত।
খাব্বাবের রক্তে আবু বকর আন্দোলিত হয়ে আজাদির ঘোষণা দিয়েছিলেন।
আর উমর!
সে তো আব্দুল্লাহ আর ফাতেমার রক্তমাখা চিহ্ন।
উহুদে হামজার রক্ত মুসায়লামা কাজ্জাবকে নির্মূল করেছিল।
রক্তের পরিণতিতে মুক্তি নিশ্চিত হয়।
বিপ্লবী! কখনো রক্তে ভীত হয় না।
রক্ত হলো বিপ্লবীর জন্য জলখেলার মত।
লাল রক্তের বিপরীতে বিপ্লব বিজয়ে রুপান্তরিত হতে বাধ্য হয়।
পুরানা পল্টন, ঢাকা।