আমরা যখন রাতে ঘুমানোর জন্য বিছানা করি
মানুষ তখন ঘুমে বিভোর হয়ে  এপাশ- ওপাশ ফিরে, কয়েকবার।

আমাদের এখানে সূর্য অস্ত যায় রাত বারটার পর।
এখানে রাত একটার আগে বিছানায় যাওয়া মানে দুঃস্বপ্নকে সঙ্গী করা।

এখন রাত বারটা পঞ্চান্ন বাজে কিন্তু মুনতাসির রকেট গতিতে কাজে ব্যস্ত।

সাকিব হিসাবের সূচনা পর্ব শুরু করেছে।
ভালো কিছুর আশা করা যেতে পারে, প্রস্তুতি দেখে এমনই মনে হচ্ছে।

আল আমিন ভাই আছেন আগামীর পরিকল্পনা প্রস্তাবনা ও বাস্তবায়নের সম্ভাব্য রাহা খোঁজার মর্ম যাতনায়।
সকালে যাবেন হাটহাজারী বিপ্লবের ফেরি করার জন্য।

রিয়াদ ভাই সফর করে করে অসুস্থ হয়ে গেছে।
এখন বিছানায়, বিশ্রামে।
তবুও অন্যদের খোঁজ নিতে বিছানা ছেড়ে এই রুমে চলে আসে।

আকরাম ভাই অফিস, নারায়ণগঞ্জ, ফেনী, চট্রগ্রাম এবং আবার অফিসে এবং  মিটিং-এ।
এ এক কর্ম চাঞ্চল্যের মহা অধ্যায়।

উসমান হাতপাখার ইউনিয়ন নির্বাচনে ইসলামী আন্দোলন - এর প্রার্থী।
আজকে একজনের জানাজায় শামিল হয়ে ইমামতি করেছে এবং জিয়ারত শেষে মুনাজাত করেছে।
আগামীকাল বরগুনা জেলা সম্মেলনে যাবে।

শোয়াইব সিলেটে যাওয়ার জন্য গাড়ীর টিকিট সংগ্রহ করার পর জানতে পারে প্রশাসন প্রোগ্রামের অনুমতি দেয়নি,
ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার ব্যাপারে না কি "মন্তব্য" ভালো নয়।
কেউ বলল, মন্তব্য দিয়ে গন্তব্য আটকানো যায় না।

আব্দুল্লাহ রাকিব এই রাত একটা বারো মিনিটে আমার কাছে বিশেষ অনুরোধ নিয়ে এসেছে, বলছে; " ভাই! অনুরোধ, কর্মী প্রত্যাশী ফরম-এর তথ্যগুলো যেন সুন্দর ও সঠিক হয়।"

শরীয়তুল্লাহ বরিশালের প্রোগ্রাম শেষ করে এখন লঞ্চে ঢাকার পথে, সাথে আছে জাতীয় যুব কনভেনশন- এ যোগদানের জন্য একঝাঁক বিপ্লবী যুবক।

সাখাওয়াত নিজে "হার নেক কাজে তৈরি" এবং এভাবে হাজার জনকে "নেক কাজে তৈরি" করার মহা পরিকল্পনায় ব্যস্ত।

ইবরাহীম সাতক্ষীরা সফর শেষ করে ঢাকার  পথে।

নূরুল বশর গাড়ীর টিকিট না পেয়ে ট্রেনে চট্রগ্রামের পথে
সেখান থেকে ফটিকছড়ি হয়ে নানুপুরে বিপ্লবের রসদ সংগ্রহে যাচ্ছে।

হাসিব গোলদার খাগড়াছড়ি জেলা সম্মেলন শেষ করে রাঙ্গামাটি প্রোগ্রামে যাচ্ছে।

এহতেশাম বি'বাড়ীয়ার মাঠ প্রস্তুত করছে আগামী বিপ্লবের জন্য।

সিরাজ বগুড়ায় জেলা সম্মেলন শেষ করে সিরাজগঞ্জ যাচ্ছে মিরাজ মানসুরের মহা সমারোহে আয়োজিত প্রোগ্রামে।

মশিউর গাজীপুরের প্রোগ্রাম শেষ করেছে।

মনির আলিয়া মাদরাসায় দীন বিজয়ের মিশনকে বেগবান করার চিন্তায় মগ্ন।

মাহবুব ব্যস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে।
আল্লাহ তাঁর উপর রহম করুন।

মিশকাত, আল আমিন সিদ্দিকী এবং আব্দুর রাজ্জাক আছে প্রস্তুতি গ্রহণে, কবে বিপ্লবের আহবান হবে আর তাঁরা ময়দানে অবতীর্ণ হবে।

শফিক সদরঘাট থেকে আমতলীর লঞ্চে বরগুনা রওয়ানা করেছে।

সুলতান মাহমুদ পঞ্চগড় জেলা সম্মেলনে যাচ্ছে।

এভাবে
এভাবে আমরা উনত্রিশ জন এবং তেইশ জন মিলে রাতকে দিন বানিয়ে
ইসলামী বিপ্লবের পথকে মসৃণ করতে সদা তৎপর।
বাংলাদেশের বুক চিড়ে, সাগর পারে এবং পাহাড়ের চূড়ায়।

পীর সাহেব চরমোনাই এ বিপ্লবী কাফেলার প্রধান সিপাহসালার
যার তাকবির ধ্বনিতে উচ্চারিত হয় হাজারো কণ্ঠে "আল্লাহু আকবার"
তিনি তো রাসূলে খোদার নায়েব এবং আমাদের মুহতারাম আমির।

দুই হাজার একুশ এক বাইশ
জুমা বার
রাত দুইটা