( অধ্যক্ষ হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. স্বরণে)
রাজপথে এখনো শ্লোগান হয়
বাইতুল মুকাররম, সোহরাওয়ার্দীতে আজো সমাবেশ হয়।
নির্বাচনের সময় হাতপাখার পক্ষে ক্যাম্পেইন হয় এখনো,
এখনো সভা-সমাবেশে ভাষণ- বক্তৃতা হয়।
কিন্তু হয় না
এটিএম হেমায়েত উদ্দিন রহ. - এর ভাষণ...
রাজপথে আর শোনা যায় না হাফেজ হেমায়েত উদ্দিন এর দরাজ কণ্ঠের দীপ্ত শ্লোগান।
তাঁর শ্লোগানে বিপ্লবের প্রেরণা ছিল।
ভাষণে ছিল বারুদের কণ্ঠ।
আকাশে কিছু তারকা হাজার বছরের ব্যবধানে দৃষ্টিতে ধরা দেয়
তেমনি এটিএম হেমায়েত উদ্দিনরাও এ সমাজের জন্য আসেন হাজার রজনী পরে।
আকাশের তারকা দেখে যেভাবে আত্মভোলা হয়েও পথের সঠিক দিশা পাওয়া যায়
তেমনি হেমায়েত উদ্দিন রহ. এর উপস্থিতিতে বিপ্লবের ঘ্রাণ পেয়েও ধারাবাহিক আন্দোলনে সংগ্রামী হওয়া যায়।
তিনি আজন্ম এক বিপ্লবী ছিলেন।
বিপ্লব তাঁর স্বভাবজাত এবং এ বিপ্লব ছড়িয়ে দিতে পেরেছিলেন সময়ের সেরা বুযুর্গদের মাঝে।
এটা তাঁর সফলতা...
এ সফলতার সিঁড়ি বেয়েই তিনি পৌঁছাবেন জান্নাতের বাগানে, যেখানে আর মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করতে হবে না তাঁকে।
আমরা তাঁর দেখানো রেখাচিত্রেই বিজয়ের পতাকা উড়াবো...
রচনাকাল
দুই হাজার বিশ বারো ত্রিশ
পুরানা পল্টন - ঢাকা